Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের তালিকাকারী এবং সুপারভাইজারদের বিকাশ অ্যাকাউন্ট খোলা-
Details

জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের তালিকাকারী এবং সুপারভাইজারদের বিকাশ অ্যাকাউন্ট খোলা প্রসঙ্গে

যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই তাহারা আগামী ১১ ও ১২ তারিখে ( রবিবার ও সোমবার) উপজেলা পরিসংখ্যান অফিসে এসে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য অনুরোধ করা হইল।

অথবা নিজ দায়িত্বে বিকাশ অ্যাকাউন্ট খুলে ১০/১০/২০খ্রিঃ তারিখের মধ্যে অফিসে নাম্বার দেওয়ার জন্য অনুরোধ করা হইল।

সকল সুপারভাইজার তার অধীনস্থ সকল তালিকাকারীর বিকাশ অ্যাকাউন্ট আছে কিনা তার খোজ খবর নিয়ে প্রয়োজনীয় তথ্য আগামী ০৯/১০/২০খ্রিঃ তারিখের মধ্যে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

বিঃদ্রঃ বিকাশ অ্যাকাউন্ট খুলতে যা যা লাগবে ঃ
১। এনআইডি- মূল কপি ও রঙ্গিন ফটোকপি ১ টি।
২। ছবি ২ কপি( পিপি সাইজ)।

কেউ কাজ করতে না চাইলে/ না পারলে তা অতিদ্রুত জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।

Images
Attachments
Publish Date
07/10/2020
Archieve Date
31/01/2021