অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মূল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম
আগামী ১০-২৬ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখে সারাদেশের ন্যায় রায়পুর উপজেলাতে চলবে।
এমতাবস্থায় শুমারিকর্মীদেরকে তথ্য দিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ তথ্য সংগ্রহ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
১। ঢাকা হইতে উপজেলা পরিসংখ্যান অফিস, রায়পুর-
সায়েদাবাদ, ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী ইকোনো/ঢাকা এক্সপ্রেস/জোনাকী গাড়ী যোগে রায়পুর নামতে হবে। এরপর রিক্সায় ১৫/২০ টাকায় উপজেলা পরিসংখ্যান অফিস, রায়পুর এ আসা যায়।
২। নোয়াখালী হইতে উপজেলা পরিসংখ্যান অফিস, রায়পুর -
নোয়াখালী থেকে আধুনিক/আনন্দ বাস যোগে রায়পুর নামতে হবে। এরপর রিক্সায় ১৫/২০ টাকায় উপজেলা পরিসংখ্যান অফিস, রায়পুর এ আসা যায়।
৩। চট্রগ্রাম হইতে উপজেলা পরিসংখ্যান অফিস, রায়পুর -
চট্রগ্রাম থেকে শাহী সার্ভিস/জোনাকী সার্ভিসে বাস যোগে রায়পুর নামতে হবে। এরপর রিক্সায় ১০/১৫ টাকায় উপজেলা পরিসংখ্যান অফিস, রায়পুর এ আসা যায়।
উপজেলা পরিসংখ্যান অফিস
উপজেলা পরিষদ ভবন, ২য় তলা, রায়পুর, লক্ষ্মীপুর।
ফোনঃ +880 3822-56230
email- usoraipur@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস