Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে রায়পুর

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার আয়তন হচ্ছে ১৯৫.৯৮ বর্গ কিলোমিটার  এবং ৪৮,৪২৮ একর। এর উত্তর দিকে আছে ফরিদগঞ্জ ও রামগঞ্জ উপজেলা, পূর্ব দিকে আছে সদর উপজেলা, দক্ষিণে আছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা,পশ্চিমে আছে হিজলা ও হামচর উপজেলা এবং মেঘনা নদী। এর প্রধান নদী হচ্ছে মেঘনা এবং ডাকাতিয়া।


২। এক নজরে রায়পুর   

(ক) সীমানা                 : উত্তরে চাঁদপুর জেলার হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলা, পূর্বে রামগঞ্জ ও লক্ষ্মীপুর সদর উপজেলা, পশ্চিমে মেঘনানদী  ও বরিশাল জেলার হিজলা উপজেলা এবং দক্ষিণে লক্ষ্মীপুর সদর উপজেলা।

(খ) আয়তন               :  ১৯৫.৯৮ বর্গ কিলোমিটার  এবং ৪৮,৪২৮ একর।

(গ) অবস্থান               :  ২২.৫৩° এবং ২৩.০৪° উত্তর অক্ষাংশে ও ৯১.২৬° এবং ৯১.৫৩° দক্ষিনাংশে ।

(ঘ) ভূ-প্রকৃতি             :  অধিকাংশ সমতল ভূমি ।

(ঙ) উল্লে­খযোগ্য নদী :  মেঘনা ও ডাকাতিয়া নদী ।

(চ) বনাঞ্চল               :  বেড়ী বাঁধ বনায়ন ও সড়ক ও জনপথ নবায়ন সংযোগ সড়ক বনায়ন।

 

৩। জনতাত্ত্বিক তথ্য     :   (ক) জনসংখ্যা ৩,১৩,৬৫৯ জন 

                           (খ) শিক্ষার হারঃ ৭৬.৩২% ,  পুরুষ  শিক্ষার হারঃ ৭৬.৫৮% এবং মহিলা শিক্ষার হারঃ ৭৬.১১%

                           (গ) হাউজহোল্ড/খানার সাইজঃ ৩.৯৩ জন

                           (ঘ) প্রতিবন্ধিত্বের হারঃ ৬.৮% 

                            সূত্রঃ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী

  

৪। পৌরসভা ও ইউনিয়নের সংখ্যা ও নাম এবং ইউনিয়নভিত্তিক জনসংখ্যা ও আয়তনঃ

           ক) পৌরসভা- ০১ টি, (ওয়ার্ড- ০৯ টি)।

           খ) ইউনিয়ন ১০টি।

            গ) মৌজা ৬২ টি।

            ঘ) মহল্লা (পৌরসভার ক্ষেত্রে) ১৫ টি।

            ঙ) গ্রাম ( ইউনিয়ন এর ক্ষেত্রে) ৫৩ টি।

ক্রমিক নং

পৌরসভা/ইউনিয়ন এর নাম

জনসংখ্যা

আয়তন (বর্গ কিলোমিটার)


আয়তন (একর)


 মোট খানার সংখ্যা
মৌজার সংখ্যা

মহল্লা/ গ্রাম এর সংখ্যা

০১

রায়পুর পৌরসভা

৩৯,৮০৯ জন

১০.০২ বর্গ কিলোমিটার ২৪৭৫ একর ৯,৬৩০ টি খানা ১৩

১৫

০২

১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন

২৮,৯৭৩ জন

১৩.৬৯ বর্গ কিলোমিটার ৩৩৮৪ একর
০৬

০৬

০৩

২নং উত্তর চর বংশী ইউনিয়ন

৪০,৬২৮ জন

৪৮.৮৮ বর্গ কিলোমিটার ১২০৭৯ একর
০৫

০৫

০৪

৩নং চর মোহনা ইউনিয়ন

২৭,৯৫৩ জন

২৪.২২ বর্গ কিলোমিটার ৫৯৮৫ একর
০৪

০৪

০৫

৪নং সোনাপুর ইউনিয়ন

২৬,২০০ জন

০৯.৩৪ বর্গ কিলোমিটার ২৩০৯ একর
০৩

০৩

০৬

৫নং চরপাতা ইউনিয়ন

১৬,৩৬৬ জন

০৭.৮৩ বর্গ কিলোমিটার ১৯৩৬ একর
০২

০৪

০৭

৬নং কেরোয়া ইউনিয়ন

৩৩,৯৭৪ জন

১৬.৭৫ বর্গ কিলোমিটার ৪১৪০ একর
০৫

০৭

০৮

৭নং বামনী ইউনিয়ন

২৮,৮২২ জন

১৩.৯৮ বর্গ কিলোমিটার ৩৪৫৫ একর
০৭

০৭

০৯

৮নং দক্ষিণ চর বংশী ইউনিয়ন

৩৩,২০৬ জন

২৮.২৮ বর্গ কিলোমিটার ৬৯৮৭ একর
০৪

০৪

১০

৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন

২৬,৬০১ জন

১৬.৩০ বর্গ কিলোমিটার ৪০২৯ একর
০৭

০৭

১১

১০নং রায়পুর ইউনিয়ন

১১,১২৭ জন

০৬.৬৭ বর্গ কিলোমিটার ১৬৪৯ একর
০৬

০৬


 মোট=
৩,১৩,৬৫৯ জন ১৯৫.৯৮ বর্গ কিলোমিটার ৪৮,৪২৮ একর ৭৮,৯৫৮ টি খানা ৬২ টি মৌজা ৬৮ টি মহল্লা/ গ্রাম


                                                                             সূত্রঃ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী

                                                 

৫। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাঃ  

(ক) কলেজ: (১) সরকারী -১টি, (২) বেসরকারী -৪টি, (৩) স্কুল ও কলেজ (যৌথ)-১টি।

(খ) মাধ্যমিক উচ্চ  বিদ্যালয় -৩২ টি, মাদ্রাসা - ২২টি ।

(গ) প্রাথমিক বিদ্যালয়ঃ (১) সরকারী- ১২১ টি, (২) বেসরকারী- ২১ টি, (৩) কিন্ডার গার্টেন- ৬৫ টি, (৪) উপ আনুষ্ঠানিক স্কুল -৭৯ টি, (৫) এনজিও স্কুল- ০৪ টি ।

 

৬। প্রতিবন্ধির সংখ্যাঃ 

ক) মোট প্রতিবন্ধি - ৪৩১০ জন

খ) পুরুষ প্রতিবন্ধি- ২৩১৭ জন

গ) মহিলা প্রতিবন্ধি ১২১৮ জন

 ঘ) শিশু প্রতিবন্ধি ৭৭৫ জন


৭) হাসপাতাল/স্বাস্থ্য কমপ্লেক্স:

ক) সরকারি হাসপাতাল/ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স - ০১ টি

খ) ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র/ কমপ্লেক্স - ০২ টি

গ) বেসরকারি হাসপাতাল - ০৭ টি

ঘ) কমিউনিটি ক্লিনিক - ৩৪ টি

ঙ) ক্লিনিক/ ডায়াগনস্টিক সেন্টার - ০৯ টি


৮। আর্থিক প্রতিষ্ঠান        :  (ক) ব্যাংক -১৮ টি, (খ) বীমা -০৭ টি, (গ) মাল্টিপারপাস - ০৪ টি।

 

৯। ধর্মীয় প্রতিষ্ঠান          :   (ক) মসজিদ -৫৫০ টি, (খ) মন্দির -২০ টি, (গ) গীর্জা- নাই, (ঘ) এতিমখানা -০৭ টি ।


১০। বিশিষ্ট ব্যক্তিত্ব           :  (ক) মাননীয় সংসদ সদস্যবর্গঃ ১ম- জনাব মোহাম্মদ উল্যা, ২য়- এ্যাডভোকেট ইসমাইল হোসেন,  ৩য়- জনাব মোঃ খোরশেদ আলম চৌধুরী, ৪র্থ ও ৫ম  জনাব মোহাম্মদ উল্যা, ৬ষ্ঠ- ১৫ ফেব্রুয়ারী/৯৬ জনাব আবুল খায়ের ভূঁইয়া, ৭ম- বেগম খালেদা জিয়া, উপ-নির্বাচনে জনাব হারুন-অর রশিদ, ৮ম- বেগম খালেদা জিয়া, উপ-নির্বাচনে জনাব আবুল খায়ের ভূঁইয়া, ৯ম- জনাব আবুল খায়ের ভূঁইয়া ।

                               

১১। ঐতিহাসিক স্থান       :    (১) মৎস্য প্রজণণ ও প্রশিক্ষণ কেন্দ্র (২) হাজী মারা সুইচ গেইট  (৩) জ্বীনের মসজিদ ।

 

১২। মৎস্য আহরণ সংক্রান্ত উপকরণঃ

ক) নৌকার সংখ্যা - ৬৫০ টি

খ) ট্রলারের সংখ্যা - ৫৫ টি

গ) জাল - ৫,৮৯০ টি


১৩। যোগাযোগ ব্যবস্থা  :  

(১) পাকা সড়ক- ৩৫২  কিঃ মিঃ

(২) আধা পাকা সড়ক- ৩১.৬৭ কিঃ মিঃ

(৩) কাঁচা সড়ক- ১১৫৪.২৬ কিঃমিঃ,

(৪) বাঁধের উপর সড়ক - ২৩.২৩ কিঃ মিঃ,

(৫) ব্রীজ- ৪০ টি

(৬) বেইলী ব্রীজ- ০১ টি

(৭) কালভার্ট- ৫০৮ টি