অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মূল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম
আগামী ১০-২৬ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখে সারাদেশের ন্যায় রায়পুর উপজেলাতে চলবে।
এমতাবস্থায় শুমারিকর্মীদেরকে তথ্য দিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ তথ্য সংগ্রহ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার আয়তন হচ্ছে ১৯৫.৯৮ বর্গ কিলোমিটার এবং ৪৮,৪২৮ একর। এর উত্তর দিকে আছে ফরিদগঞ্জ ও রামগঞ্জ উপজেলা, পূর্ব দিকে আছে সদর উপজেলা, দক্ষিণে আছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা,পশ্চিমে আছে হিজলা ও হামচর উপজেলা এবং মেঘনা নদী। এর প্রধান নদী হচ্ছে মেঘনা এবং ডাকাতিয়া।
(ক) সীমানা : উত্তরে চাঁদপুর জেলার হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলা, পূর্বে রামগঞ্জ ও লক্ষ্মীপুর সদর উপজেলা, পশ্চিমে মেঘনানদী ও বরিশাল জেলার হিজলা উপজেলা এবং দক্ষিণে লক্ষ্মীপুর সদর উপজেলা।
(খ) আয়তন : ১৯৫.৯৮ বর্গ কিলোমিটার এবং ৪৮,৪২৮ একর।
(গ) অবস্থান : ২২.৫৩° এবং ২৩.০৪° উত্তর অক্ষাংশে ও ৯১.২৬° এবং ৯১.৫৩° দক্ষিনাংশে ।
(ঘ) ভূ-প্রকৃতি : অধিকাংশ সমতল ভূমি ।
(ঙ) উল্লেখযোগ্য নদী : মেঘনা ও ডাকাতিয়া নদী ।
(চ) বনাঞ্চল : বেড়ী বাঁধ বনায়ন ও সড়ক ও জনপথ নবায়ন সংযোগ সড়ক বনায়ন।
৩। জনতাত্ত্বিক তথ্য : (ক) জনসংখ্যা ৩,১৩,৬৫৯ জন
(খ) শিক্ষার হারঃ ৭৬.৩২% , পুরুষ শিক্ষার হারঃ ৭৬.৫৮% এবং মহিলা শিক্ষার হারঃ ৭৬.১১%
(গ) হাউজহোল্ড/খানার সাইজঃ ৩.৯৩ জন
(ঘ) প্রতিবন্ধিত্বের হারঃ ৬.৮%
সূত্রঃ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী
৪। পৌরসভা ও ইউনিয়নের সংখ্যা ও নাম এবং ইউনিয়নভিত্তিক জনসংখ্যা ও আয়তনঃ
ক) পৌরসভা- ০১ টি, (ওয়ার্ড- ০৯ টি)।
খ) ইউনিয়ন ১০টি।
গ) মৌজা ৬২ টি।
ঘ) মহল্লা (পৌরসভার ক্ষেত্রে) ১৫ টি।
ঙ) গ্রাম ( ইউনিয়ন এর ক্ষেত্রে) ৫৩ টি।
ক্রমিক নং |
পৌরসভা/ইউনিয়ন এর নাম |
জনসংখ্যা |
আয়তন (বর্গ কিলোমিটার) |
আয়তন (একর) |
মোট খানার সংখ্যা
|
মৌজার সংখ্যা |
মহল্লা/ গ্রাম এর সংখ্যা |
০১ |
রায়পুর পৌরসভা |
৩৯,৮০৯ জন |
১০.০২ বর্গ কিলোমিটার | ২৪৭৫ একর | ৯,৬৩০ টি খানা | ১৩ |
১৫ |
০২ |
১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন |
২৮,৯৭৩ জন |
১৩.৬৯ বর্গ কিলোমিটার | ৩৩৮৪ একর |
|
০৬ |
০৬ |
০৩ |
২নং উত্তর চর বংশী ইউনিয়ন |
৪০,৬২৮ জন |
৪৮.৮৮ বর্গ কিলোমিটার | ১২০৭৯ একর |
|
০৫ |
০৫ |
০৪ |
৩নং চর মোহনা ইউনিয়ন |
২৭,৯৫৩ জন |
২৪.২২ বর্গ কিলোমিটার | ৫৯৮৫ একর |
|
০৪ |
০৪ |
০৫ |
৪নং সোনাপুর ইউনিয়ন |
২৬,২০০ জন |
০৯.৩৪ বর্গ কিলোমিটার | ২৩০৯ একর |
|
০৩ |
০৩ |
০৬ |
৫নং চরপাতা ইউনিয়ন |
১৬,৩৬৬ জন |
০৭.৮৩ বর্গ কিলোমিটার | ১৯৩৬ একর |
|
০২ |
০৪ |
০৭ |
৬নং কেরোয়া ইউনিয়ন |
৩৩,৯৭৪ জন |
১৬.৭৫ বর্গ কিলোমিটার | ৪১৪০ একর |
|
০৫ |
০৭ |
০৮ |
৭নং বামনী ইউনিয়ন |
২৮,৮২২ জন |
১৩.৯৮ বর্গ কিলোমিটার | ৩৪৫৫ একর |
|
০৭ |
০৭ |
০৯ |
৮নং দক্ষিণ চর বংশী ইউনিয়ন |
৩৩,২০৬ জন |
২৮.২৮ বর্গ কিলোমিটার | ৬৯৮৭ একর |
|
০৪ |
০৪ |
১০ |
৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন |
২৬,৬০১ জন |
১৬.৩০ বর্গ কিলোমিটার | ৪০২৯ একর |
|
০৭ |
০৭ |
১১ |
১০নং রায়পুর ইউনিয়ন |
১১,১২৭ জন |
০৬.৬৭ বর্গ কিলোমিটার | ১৬৪৯ একর |
|
০৬ |
০৬ |
|
মোট=
|
৩,১৩,৬৫৯ জন | ১৯৫.৯৮ বর্গ কিলোমিটার | ৪৮,৪২৮ একর | ৭৮,৯৫৮ টি খানা | ৬২ টি মৌজা | ৬৮ টি মহল্লা/ গ্রাম |
সূত্রঃ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী
৫। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাঃ
(ক) কলেজ: (১) সরকারী -১টি, (২) বেসরকারী -৪টি, (৩) স্কুল ও কলেজ (যৌথ)-১টি।
(খ) মাধ্যমিক উচ্চ বিদ্যালয় -৩২ টি, মাদ্রাসা - ২২টি ।
(গ) প্রাথমিক বিদ্যালয়ঃ (১) সরকারী- ১২১ টি, (২) বেসরকারী- ২১ টি, (৩) কিন্ডার গার্টেন- ৬৫ টি, (৪) উপ আনুষ্ঠানিক স্কুল -৭৯ টি, (৫) এনজিও স্কুল- ০৪ টি ।
৬। প্রতিবন্ধির সংখ্যাঃ
ক) মোট প্রতিবন্ধি - ৪৩১০ জন
খ) পুরুষ প্রতিবন্ধি- ২৩১৭ জন
গ) মহিলা প্রতিবন্ধি ১২১৮ জন
ঘ) শিশু প্রতিবন্ধি ৭৭৫ জন
৭) হাসপাতাল/স্বাস্থ্য কমপ্লেক্স:
ক) সরকারি হাসপাতাল/ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স - ০১ টি
খ) ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র/ কমপ্লেক্স - ০২ টি
গ) বেসরকারি হাসপাতাল - ০৭ টি
ঘ) কমিউনিটি ক্লিনিক - ৩৪ টি
ঙ) ক্লিনিক/ ডায়াগনস্টিক সেন্টার - ০৯ টি
৮। আর্থিক প্রতিষ্ঠান : (ক) ব্যাংক -১৮ টি, (খ) বীমা -০৭ টি, (গ) মাল্টিপারপাস - ০৪ টি।
৯। ধর্মীয় প্রতিষ্ঠান : (ক) মসজিদ -৫৫০ টি, (খ) মন্দির -২০ টি, (গ) গীর্জা- নাই, (ঘ) এতিমখানা -০৭ টি ।
১০। বিশিষ্ট ব্যক্তিত্ব : (ক) মাননীয় সংসদ সদস্যবর্গঃ ১ম- জনাব মোহাম্মদ উল্যা, ২য়- এ্যাডভোকেট ইসমাইল হোসেন, ৩য়- জনাব মোঃ খোরশেদ আলম চৌধুরী, ৪র্থ ও ৫ম জনাব মোহাম্মদ উল্যা, ৬ষ্ঠ- ১৫ ফেব্রুয়ারী/৯৬ জনাব আবুল খায়ের ভূঁইয়া, ৭ম- বেগম খালেদা জিয়া, উপ-নির্বাচনে জনাব হারুন-অর রশিদ, ৮ম- বেগম খালেদা জিয়া, উপ-নির্বাচনে জনাব আবুল খায়ের ভূঁইয়া, ৯ম- জনাব আবুল খায়ের ভূঁইয়া ।
১১। ঐতিহাসিক স্থান : (১) মৎস্য প্রজণণ ও প্রশিক্ষণ কেন্দ্র (২) হাজী মারা সুইচ গেইট (৩) জ্বীনের মসজিদ ।
১২। মৎস্য আহরণ সংক্রান্ত উপকরণঃ
ক) নৌকার সংখ্যা - ৬৫০ টি
খ) ট্রলারের সংখ্যা - ৫৫ টি
গ) জাল - ৫,৮৯০ টি
১৩। যোগাযোগ ব্যবস্থা :
(১) পাকা সড়ক- ৩৫২ কিঃ মিঃ
(২) আধা পাকা সড়ক- ৩১.৬৭ কিঃ মিঃ
(৩) কাঁচা সড়ক- ১১৫৪.২৬ কিঃমিঃ,
(৪) বাঁধের উপর সড়ক - ২৩.২৩ কিঃ মিঃ,
(৫) ব্রীজ- ৪০ টি
(৬) বেইলী ব্রীজ- ০১ টি
(৭) কালভার্ট- ৫০৮ টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস